Rice Export । বেশ কিছু জাতের চাল রফতানির উপর বিধিনিষেধ শিথিল করতে পারে ভারত সরকার!
Tuesday, July 9 2024, 8:42 am
Key Highlightsসরকারি আধিকারিক সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট শুল্ক দিয়ে সাদা চালের চালানের অনুমতি দেওয়ার কথা ভাবছে সরকার।
কিছু জাতের চাল রফতানির উপর বিধিনিষেধ শিথিল করতে পারে ভারত। সরকারি আধিকারিক সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট শুল্ক দিয়ে সাদা চালের চালানের অনুমতি দেওয়ার কথা ভাবছে সরকার। এছাড়া সিদ্ধ চাল রফতানির ওপর ২০ শতাংশ কর প্রত্যাহার ও ফিক্সড লেভি আরোপ করতে পারে কর্তৃপক্ষ। রিপোর্ট অনুযায়ী, ৮ জুলাই পর্যন্ত ভারতে ৬ মিলিয়ন হেক্টর বা ১৪.৮ মিলিয়ন একর জমিতে ধানের বীজ রোপন করা হয়েছে। যা গত বছরের তুলনায় যা ১৯ শতাংশ বেশি।
- Related topics -
- দেশ
- ভারত
- খাদ্য
- চাল রপ্তানি
- চাল শস্য

