Bangladesh | স্থলপথে বাংলাদেশী পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি ভারত সরকারের!
Sunday, May 18 2025, 3:26 am
Key Highlightsবাংলাদেশের বেশ কিছু পণ্যের আমদানির উপরে শর্তসাপেক্ষ নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার।
শনিবার ভারতের বাণিজ্য এবং শিল্প বিষয়ক মন্ত্রকের অধীন ডিজিএফটি বা ‘ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড’ এর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, বাংলাদেশে তৈরি সব রকমের ‘রেডিমেড গার্মেন্টস’ শুধুমাত্র কলকাতা এবং মুম্বই নৌবন্দর দিয়েই ভারতে ঢুকতে পারবে। কোনও ভাবেই অসম, মিজ়োরাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি ল্যান্ড পোর্ট দিয়ে ফল, প্রসেসড ফুড, ঠান্ডা পানীয়, চিপস, কাঠের আসবাবপত্র, পিভিসি পাইপ ইত্যাদি ভারতে ঢুকতে পারবে না। এর জেরে অন্য দেশে নিজের পণ্য আর বেচতে পারবে না বাংলাদেশ।

 