India-Bangladesh | ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশসচিব! কী নিয়ে হলো আলোচনা?

Monday, December 9 2024, 12:01 pm
highlightKey Highlights

সোমবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রসচিব মহম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি।


বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের গ্রেফতার সহ নানান ইস্যুতে অশান্ত পরিবেশ। যার প্রভাব পড়ছে ভারত ও বাংলাদেশের সম্পর্কেও। এই আবহে সোমবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রসচিব মহম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি। বৈঠক শেষে তিনি বলেন, ‘আমরা সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। সংখ্যালঘুদের সুরক্ষা নিয়েও আমাদের উদ্বেগের বিষয়টি বাংলাদেশকে জানানো হয়েছে।’ বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত এবং বাংলাদেশ দ্বিপাক্ষিক এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File