আন্তর্জাতিক

India-China | সেনা প্রত্যাহারের পর প্রথমবার মুখোমুখি ভারত ও চিনের বিদেশমন্ত্রী! বৈঠকও করলেন এস জয়শংকর এবং ওয়াং ই

India-China | সেনা প্রত্যাহারের পর প্রথমবার মুখোমুখি ভারত ও চিনের বিদেশমন্ত্রী! বৈঠকও করলেন এস জয়শংকর এবং ওয়াং ই
Key Highlights

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত জি২০ শীর্ষ সম্মলেন ফাঁকে দুই প্রতিবেশী দেশের বিদেশমন্ত্রীরা বৈঠক করেন।

লাদাখের প্রকৃত নিয়ন্ত্ররেখায় সেনা প্রত্যাহারের পর প্রথমবারের জন্য মুখোমুখি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত জি২০ শীর্ষ সম্মলেন ফাঁকে দুই প্রতিবেশী দেশের বিদেশমন্ত্রীরা বৈঠক করেন। জানা গিয়েছে, ভারত ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে কথা হয়েছে তাঁদের। পাশাপাশি বিশ্বের অন্য পরিস্থিতিগুলি নিয়েও আলোচনা হয়েছে। প্রসঙ্গত, নভেম্বরের প্রথম সপ্তাহে ডেমচক এবং ডেপস্যাঙে যৌথ টহল দেয় ভরত ও চিনা সেনা।