খেলাধুলা

Sunil Chetri | বাবা হলেন সুনীল! তারকা দম্পতি নিজেরা নয়, খুশির খবর দিলেন সুব্রত ভট্টাচার্যের ছেলে!

Sunil Chetri | বাবা হলেন সুনীল! তারকা দম্পতি নিজেরা নয়, খুশির খবর দিলেন সুব্রত ভট্টাচার্যের ছেলে!
Key Highlights

বাবা হলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। ছেত্রী ও কিংবদন্তি সুব্রত ভট্টাচার্যের বাড়িতে খুশির খবর।

দেশের ফুটবল মহলে ফুটলো খুশির আলো। বাবা হলেন ভারতীয় ফুটবল টিমের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। সকল আশঙ্কার অবসান ঘটিয়ে সুস্থ্যভাবে পৃথিবীর প্রথম আলো দেখলো সুনীল ছেত্রীর সন্তান। জানা গিয়েছে, বর্তমানে মা এবং সন্তান দুজনেই সুস্থ্য এবং ভালো রয়েছেন।

এদিন, ৩১ সে অগাস্ট বেঙ্গালুরুর এক নার্সিংহোমে সকাল ১১টা ১১ মিনিটে পুত্র সন্তানের জন্ম দেন প্রাক্তন ফুটবলার এবং তারকা সুব্রত ভট্টাচার্যের (Subrata Bhattacharya) মেয়ে সোনম (Sonam)। যদিও এই সুখবর আর পাঁচটা তারকা খেলোয়াড়ের মতো সোশ্যাল মাধ্যমে নিজে জানাননি সুনীল। এ ব্যাপারে এখনও কোনও পোস্ট করেননি সুনীল-সোনম দম্পতি। এই সুখবর জানিয়েছেন, কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্যের ছেলে ও সুনীলের শ্যালক সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya)। 

উল্লেখ্য, ইন্টার কন্টিনেন্টাল কাপে (Intercontinental Cup) গোল করে সুনীল তাঁদের সন্তানের আগমনের ঘোষণা করেছিলেন। গোটা বিশ্বের সামনে নিজের স্ত্রীয়ের প্রতি স্নেহ চুম্বন ছুড়ে দেওয়ার পর জার্সির মধ্যে ফুটবল রেখে বিশেষ কায়দায় বুঝিয়ে দিয়েছিলেন যে তারা খুব শীঘ্রই সন্তান লাভ করতে চলেছেন। তবে গত মাসে অন্তঃসত্ত্বা অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন সোনম। ফলে মা ও সন্তানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়েছিলো সুনীল ও ভট্টাচার্য পরিবারের মধ্যে। বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তবে আশঙ্কা কাটিয়ে অগস্ট মাসের শেষদিনে সুখবর এসেছে সুনীল-সোনমের পরিবারে।

প্রসঙ্গত, এশিয়ান গেমসের (Asian Games) আগে ভারতীয় দল কিংস কাপে (King's Cup) খেলতে নামবে। এই প্রতিযোগিতায় সুনীল ছেত্রী যে খেলবেন না, তা আগেই জানিয়েছিলেন কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। মঙ্গলবার দল ঘোষণা করার সময়ও দেখা গিয়েছে, সেটাই হল। সুনীলকে বাদ রেখেই দল ঘোষণা করলেন স্টিমাচ। প্রথম সন্তান জন্মের সময় স্ত্রী ও পরিবারের পাশে থাকবেন বলে আগাম ছুটি চেয়েছিলেন সুনীল ছেত্রী। সর্বভারতীয় ফুটবল সংস্থা সূত্রে খবর ছিল যে, সুনীল কিংস কাপে খেলবেন না। সেই মতোই তাঁকে না রেখেই দল ঘোষণা করেছেন স্টিমাচ।


Cyclone Remal | মে-মাসের শেষে বঙ্গে ঘূর্ণিঝড়ের আতঙ্ক! আমফান-আয়লার থেকেও কি বেশি তান্ডব চালাবে সাইক্লোন রেমাল?
HS Result | উচ্চ মাধ্যমিক ২০২৪-এ সার্বিক পাশের হার ৯০ শতাংশ! ৪৯৬ নম্বর পেয়ে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস! দেখুন প্রথম দশে কারা?
Success Story of Godrej | ভেঙে গেল ১২৭ বছরের গোদরেজ পরিবার! জানেন কীভাবে ব্রিটিশ আমলে তালা ব্যবসা থেকে শুরু বর্তমানে অন্যতম সফল সংস্থায় পরিণত হলো গোদরেজ?
অপরাজেয় সুভাষচন্দ্র বসুর জীবনী | Biography of Subhas Chandra Bose, Indian Nationalist Leader in bengali
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla