S Jaishankar | গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি তুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর

Tuesday, September 10 2024, 5:58 am
highlightKey Highlights

একদিকে ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ, অন্যদিকে ইজরায়েল ও হামাস যুদ্ধ। এই আবহে শান্তির কথা তুললো ভারত।


একদিকে ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ, অন্যদিকে ইজরায়েল ও হামাস যুদ্ধ। এই আবহে শান্তির কথা তুললো ভারত। সোমবার রিয়াধের বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি তুললেন। তাঁর কথায়, এই মুহূর্তে দাঁড়িয়ে গাজার পরিস্থিতিই ভারতের কাছে সর্বাপেক্ষা উদ্বেগের বিষয়। ভারতের বিদেশমন্ত্রী বলেন, “গাজার পরিস্থিতি নিয়ে ভারতের নীতিগত অবস্থান বদলায়নি। ভারত অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি চায়।” সোমবারের বৈঠকে প্যালেস্টাইন প্রসঙ্গ দ্বিরাষ্ট্র সমাধানের কথাও বলেন জয়শংকর। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File