দেশ

India–Ukraine relations: পরমাণু হামলার আশঙ্কায় ভারতীয়দের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ মোদীর

India–Ukraine relations: পরমাণু হামলার আশঙ্কায় ভারতীয়দের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ মোদীর
Key Highlights

Russo-Ukrainian War যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে তার নাগরিকদের ফিরিয়ে আনার জন্য ভারতের প্রচেষ্টা সত্ত্বেও, অনেক ভারতীয় এখনও ইউক্রেনে আটকা পড়েছে।

রাজধানী কিয়েভে আছড়ে পড়ছে একর পর এক ‘কামিকাজে ড্রোন’ '(kamikaze drones)। পরিস্থিতি আরও ঘোরাল করে ইঙ্গিতে পরমাণু হামলার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি ইউক্রেনে হামলার ঝাঁজ বাড়িয়েছে রাশিয়া। এমতবস্থায় নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করেছে কিয়েভের ভারতীয় দূতাবাস। সেই নির্দেশ অনুযায়ী, ভারতীয় নাগরিকদের দ্রুত ইউক্রেনে ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইউক্রেনে ক্রমে পরিস্থিতির অবনতি হচ্ছে। সংঘাত আরও বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় নাগরিকদের ইউক্রেন সফরে না আসার আরজি জানানো হচ্ছে। পড়ুয়া-সহ যে ভারতীয় নাগরিকরা এখনও ইউক্রেনে আছেন, তাঁরা দ্রুত দেশে ফিরে যান।

বুধবার কিয়েভে ভারতীয় দূতাবাসের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে

বিশ্লেষকদের মতানুযায়ী , ইউক্রেনে হামলার ঝাঁজ আরও বাড়াতে চলেছে রাশিয়া।যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন থেকে অন্তত ২০ হাজার ভারতীয় ডাক্তারি পড়ুয়া ও নাগরিকদের উদ্ধার করে নয়াদিল্লি। তবে এখনও সে দেশে বেশ কয়েকজন ভারতীয় রয়ে গিয়েছেন বলে সূত্রের খবর।  ফলে পরমাণু হামলার আশঙ্কাও বাড়ছে। তাই আর কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারত সরকার। 

প্রসঙ্গত, আর আগেও একটি সতর্কবার্তা জারি করেছিল কিয়েভের ভারতীয় দূতাবাস, জানিয়েছিল “ইউক্রেনের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। জরুরি প্রয়োজন ছাড়া ইউক্রেন সফরে যাবেন না। ইউক্রেনের  মধ্যেও এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন না। নাগরিকরা কোথায় রয়েছেন, তা দূতাবাসকে জানিয়ে রাখার অনুরোধ করা হচ্ছে। যাতে প্রয়োজনে তাঁদের কাছে পৌঁছনো যায়।” 

ইউক্রেনের সঙ্গে যুদ্ধকে পুতিন এখন রাশিয়ার (Russia) অস্তিত্ব রক্ষার লড়াই হিসাবে দেখছেন। পুতিন পরমাণু হামলা চালাতে পারেন ধরে নিয়ে সবরকম প্রস্তুতি সেরে রাখছে ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কির সরকার। ইউক্রেনের নাগরিকদের সরকারের তরফে পটাশিয়াম আয়োডিন ট‌্যাবলেট দেওয়া হচ্ছে, যা মানব শরীরে পরমাণু তেজস্ক্রিয়তার ক্ষতি কমাতে সক্ষম। ইউক্রেনে যে সমস্ত পরমাণু হামলা প্রতিরোধকারী বাঙ্কার ও আশ্রয়স্থল রয়েছে, সেগুলিকে প্রস্তুত রাখা হয়েছে। সবমিলিয়ে পরিস্থিতি সময়ের তালে পা মিলিয়ে খারাপের দিকে এগোচ্ছে।


Virat Kohli | 'কিং' ইজ ব্যাক! ৩০তম টেস্ট সেঞ্চুরি করে নিন্দুকদের চুপ করিয়ে দিলেন বিরাট কোহলি
Mohun Bagan vs Jamshedpur FC । ড্র থেকে কামব্যাক সবুজ মেরুনের, জামশেদপুরের বিরুদ্ধে ৩:০ ব্যবধানে জয় পেল মোহনবাগান
Ind vs Aus । পারথে যশস্বী ম্যাজিক, যোগ্য সঙ্গত কে এল রাহুলের, ১৭২ রানের পার্টনারশিপে অপরাজিত ভারত
Coromandel Express Accident | করমণ্ডল দুর্ঘটনায় মৃত্যু প্রায় ৩০০ জনের! কী কারণে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা? জানালেন রেলমন্ত্রী!
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্প চালু করছেন মুখ্যমন্ত্রী, বাংলার গৃহবধূরা প্রতিমাসে পাবে হাজার টাকা হাতখরচ