Indian Delegation | মাঝ আকাশেই আটকে ভারতের প্রতিনিধি দল! অবতরণের সময়ই মস্কো বিমানবন্দরে হয় ড্রোন হামলা!

তারা যখন বিমানে তখনই মস্কো বিমানবন্দরে হয় ড্রোন হামলা। যার ফলে । মাঝ আকাশেই চক্কর কাটতে বাধ্য হয় বিমানটি।
পাকিস্তানের আসল চেহারা বিশ্বের সামনে তুলে ধরতে ভিন্ন ভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র। বৃহস্পতিবারই রাশিয়া পৌঁছেছে ডিএমকে নেত্রী কানিমোঝির নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল। জানা গিয়েছে, তারা যখন বিমানে তখনই মস্কো বিমানবন্দরে হয় ড্রোন হামলা। যার ফলে । মাঝ আকাশেই চক্কর কাটতে বাধ্য হয় বিমানটি। প্রায় এক ঘণ্টা পর বিমানবন্দরে নামার অনুমতি দেওয়া হয় তাঁদের। যদিও কোনও বিপত্তি ঘটেনি। এমনকি বিমানবন্দরে কানিমোঝিদের অভ্যর্থনা জানান ভারতীয় দূতাবাসের কর্তারা।
- Related topics -
- দেশ
- ভারত
- মস্কো
- ড্রোন হামলা