Pakistan Helps India । ভারতকে সাহায্যের হাত বাড়ালো পাকিস্তান! ভারতীয় কোস্ট গার্ড ও পাকিস্তানি MRCCর যৌথ উদ্যোগে প্রাণ বাঁচলো ১২ ভারতীয়র
Thursday, December 5 2024, 5:02 pm
Key Highlights
পাকিস্তান সমুদ্রের ডুবে যাওয়া নৌকা থেকে ১২ জন ভারতীয়ের প্রাণ বাঁচানো গিয়েছে। সেটা সম্ভব হয়েছে ভারতীয় কোস্ট গার্ড এবং পাকিস্তানি মেরিটাইম সিকিউরিটি এজেন্সি একত্রে কাজ করায়।
মুম্বাইতে মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারে খবর আসে পোরবন্দর থেকে ইরানের বন্দার আব্বাসের উদ্দেশ্যে রওনা হয়েছিল আল পিরনপির নামের একটি নৌকো। সেটি ৪ ডিসেম্বর ভোরে দ্বারকা থেকে প্রায় ২৭০ কিলোমিটার দূরে পাকিস্তানের সার্চ অ্যান্ড রেসকিউ অঞ্চলে ডুবে যায়। এই তথ্য গাঁধীনগরের কোস্ট গার্ড হেডকোয়ার্টারে পাঠানোর সঙ্গে সঙ্গেই রেসকিউ টিম ঘটনাস্থলে পৌছয়। পাকিস্তানের এয়ারক্রাফ্ট এবং মার্চেন্ট শিপ কসকো গ্লোরি ভারতীয় কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে ১২ জন ভারতীয়কে উদ্ধার করা হয়।
- Related topics -
- আন্তর্জাতিক
- দেশ
- পাকিস্তান
- ভারত
- ভারতীয় নৌবাহিনী
- ইন্ডিয়ান কোস্ট গার্ড
- মুম্বাই
- উদ্ধারকার্য
- উদ্ধারকারী