Chess championship । অর্জুনের লক্ষ্যভেদ, গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরাকে ছাড়িয়ে ২য় স্থানে উঠলেন তরুণ দাবাড়ু
Wednesday, November 13 2024, 2:32 pm
Key Highlightsদাবায় লাইভ ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন ২১ বছর বয়সি ভারতীয় দাবাড়ু অর্জুন এরিগাইসি।
বিশ্ব দাবায় ফের লক্ষ্যভেদ ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসির। চেন্নাই গ্র্যান্ডমাস্টার্স প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে অ্যালেক্সে সারানাকে হারিয়ে বিশ্ব দাবার লাইভ রেটিংয়ে ২য় স্থানে উঠে এলেন ২১ বছর বয়সি এই দাবাড়ু । লাইভ রেটিংয়ে বিশ্বক্রমতালিকায় ২৮৩১.০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছেন ম্যগনাস কার্লসেন। ২য় স্থানে থাকা অর্জুনের পয়েন্ট ২৮০৫.৮। ৫ম স্থানে রয়েছেন আরেক ভারতীয় ডি গুকেশ, তাঁর পয়েন্ট সংখ্যা ২৭৮৩.০।

