আন্তর্জাতিক

India-China | প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ডেমচক অঞ্চলে শুরু হলো ভারতীয় সেনার টহল

India-China | প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ডেমচক অঞ্চলে শুরু হলো ভারতীয় সেনার টহল
Key Highlights

নভেম্বরের প্রথম দিনেই ডেমচকে শুরু হয়েছে ভারতীয় সেনার টহলও। সেনা সূত্রে খবর, এরপর ডিপসাংয়েও শুরু হবে টহল।

অবশেষে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহার করেছে ভারত ও চীন। এবার নভেম্বরের প্রথম দিনেই ডেমচকে শুরু হয়েছে ভারতীয় সেনার টহলও। সেনা সূত্রে খবর, এরপর ডিপসাংয়েও শুরু হবে টহল। এর আগে ঘোষণা হয়েছিল, নির্ধারিত পরিকল্পনা মাফিক ডেপসাং ও ডেমচকে দুই দেশের সেনার মধ্যে টহল হবে। দুই দেশ নিজেদের মতো করে পরিকল্পনা করে তা সম্পন্ন করবে। উল্লেখ্য, এই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পশ্চিমে লাদাখ থেকে পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত চিন ও ভারতের অধীনস্থ অঞ্চলগুলিকে আলাদা করে।