প্যাংগংয়ে নজরদারি আরও জোরদার করার সিদ্ধান্ত নিল ভারত। হ্রদ পাহারায় এক ডজন অত্যাধুনিক নৌকা আনা হচ্ছে।
Saturday, January 2 2021, 8:39 am
Key Highlights
প্যাংগংয়ে নজরদারি আরও জোরদার করার সিদ্ধান্ত নিল ভারত। এ বার এক ডজন অত্যাধুনিক নৌকো কেনার চুক্তি করল ভারতীয় সেনা। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই নৌকাগুলি উচ্চ গতিসম্পন্ন। প্রকৃত নিয়ন্ত্রণরেখা এবং প্যাংগং হ্রদ সংলগ্ন এলাকায় চিনা বাহিনীর গতিবিধির উপর নজরদারি চালানোর জন্য সবরকমের প্রয়োজনীয় সরঞ্জাম থাকছে তাতে। সেগুলি হাতে এসে এলে, লাদাখে চিনা আগ্রাসন ঠেকানো সম্ভব হবে বলে আশাবাদী তারা। বিগত ৮ মাস ধরে লাদাখে চিনের সঙ্গে মুখোমুখি সঙ্ঘাতে ভারত। খুব শীঘ্র যে পরিস্থিতি উন্নতির কোনও সম্ভাবনা নেই, সেনার এই চুক্তিই তার জানান দিচ্ছে। বৃহস্পতিবার রাষ্ট্রায়াত্ত সংস্থা গোয়া শিপইয়ার্ড লিমিটেড-এর সঙ্গে ১২টি নৌকা বাবদ ৬৫ কোটি টাকার এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
- Related topics -
- প্রতিরক্ষা
- ভারত-চীন সংঘাত
- ভারতীয় সেনা
- প্যাংগং নজরদারি