Indian Army | ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ থেকে শিক্ষা ভারতের, সেনাবাহিনীতে লং রেঞ্জ সুইসাইড ড্রোন ও রকেট আনার পরিকল্পনা

Tuesday, October 1 2024, 5:55 am
highlightKey Highlights

সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে তাদের হাতে লং রেঞ্জ সুইসাইড ড্রোন ও রকেট তুলে দেওয়ার কথা ভাবছেন সেনা কর্তারা।


ভারতের সেনাবাহিনীকে আরও উন্নত করতে নানান নতুন নতুন অস্ত্র আনছে ভারত সরকার। এবার সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে তাদের হাতে লং রেঞ্জ সুইসাইড ড্রোন ও রকেট তুলে দেওয়ার কথা ভাবছেন সেনা কর্তারা। গোলন্দাজ বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আদোশ কুমার জানান, বর্তমানে চলা ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করছে সেনা। আত্মঘাতী ড্রোন ও রকেটের পাশাপাশি সেনার হাতে থাকা পিনাক রকেটের পাল্লা ৩০০ কিলোমিটার করা হচ্ছে। ডিআরডিওকে হাইপারসনিক মিসাইল তৈরি করতেও বলা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File