Pahalgam Terrorist Attack | সেনার নজরে ১৪ জন জঙ্গি, লিস্ট ধরে ধরে গুলির হুঁশিয়ারি ভারতের !

Saturday, April 26 2025, 2:50 pm
Pahalgam Terrorist Attack | সেনার নজরে ১৪ জন জঙ্গি, লিস্ট ধরে ধরে গুলির হুঁশিয়ারি ভারতের !
highlightKey Highlights

এই সময় কাশ্মীরে মোট চোদ্দ জন জঙ্গি লুকিয়ে রয়েছে। তাদের প্রত্যেকের ঠিকুজি কুষ্ঠি খুঁজে বের করেছে ভারতীয় সেনা জওয়ানরা।


পহেলগাঁওয়ে ধর্ম জিজ্ঞাসা করে খুন করা হয়েছে ২৬ নিরীহ পর্যটককে। এরপর থেকেই উত্তপ্ত ভূস্বর্গ কাশ্মীর। গোটা কাশ্মীর জুড়ে সন্ত্রাসবাদী দমন অভিযান চালাচ্ছে ভারতীয় সেনারা। এই আবহে কাশ্মীরে লুকিয়ে থাকা ১৪ জন জঙ্গির লিস্ট এলো গোয়েন্দাদের হাতে। সেনাবাহিনী সূত্রে খবর, সোপোরে এই মুহূর্তে একজন লস্কর ই তৈবা জঙ্গি রয়েছে। পুলওয়ামায় লুকিয়ে আছে লস্কর ই তৈবা এবং জইশের দু’জন জঙ্গি। এছাড়াও সারা কাশ্মীরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাকিরা। ইতিমধ্যেই খতম করা হয়েছে ২ সন্ত্রাসবাদীকে। ৭জন জঙ্গির বাড়ি ভেঙেছে সেনা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File