Indian Army | যুদ্ধের আবহে সমস্ত ভয়কে উপেক্ষা করে সেনাকে পৌঁছে দিয়েছিলো লস্যি, জল, আইসক্রিম! ১০ বছরের শ্রাবণ বিশেষ সম্মান দিলো সেনা!

Thursday, May 29 2025, 8:04 am
Indian Army | যুদ্ধের আবহে সমস্ত ভয়কে উপেক্ষা করে সেনাকে পৌঁছে দিয়েছিলো লস্যি, জল, আইসক্রিম! ১০ বছরের শ্রাবণ বিশেষ সম্মান দিলো সেনা!
highlightKey Highlights

সপ্তম ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার মেজর জেনারেল রাজীব সিং মানরাল একটি অনুষ্ঠানে শ্রাবণকে মেমেন্টো, আইসক্রিম ও বেশ কিছু খাবার জিনিস দিয়ে সম্মানিত করেন।


অপারেশন সিঁদুরের আগে সীমান্তবর্তী নানান জায়াগায় প্রস্তুতি নিচ্ছিলো সেনা। তার মধ্যে রয়েছে পঞ্জাবের ফিরোজপুর জেলায় সীমান্ত লাগোয়া একটি গ্রাম। সেখানে যখন রোদ, গরমের মধ্যে সেনা প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময় এক ১০ বছরের শ্রাবণ সিং সমস্ত ভয়কে উপেক্ষা করে দুধ, লস্যি, জল, আইসক্রিম পৌঁছে দেয় সেনার কাছে। সেই বালককেই এবার বিশেষ সম্মান জানাল ভারতীয় সেনা। সপ্তম ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার মেজর জেনারেল রাজীব সিং মানরাল একটি অনুষ্ঠানে শ্রাবণকে মেমেন্টো, আইসক্রিম ও বেশ কিছু খাবার জিনিস দিয়ে সম্মানিত করেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File