Operation Brahma | প্রায় ২০০ রোগীকে চিকিৎসা, চলছে ত্রাণ-উদ্ধারকাজ! 'মৃত্যুপুরী' মায়ানমারে নামলো ভারতের সেনা!

Friday, April 4 2025, 12:43 pm
highlightKey Highlights

প্রতিবেশী দেশের এই প্রতিকূল অবস্থায় সেই দেশে গিয়ে ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সেনা।


গত ২৮ মার্চ ৭.৭ মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প তছনছ করে দিয়েছে প্রায় গোটা মায়ানমার। মৃত্যু হয়েছে কয়েক হাজারের। প্রতিবেশী দেশের এই প্রতিকূল অবস্থায় সেই দেশে গিয়ে ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সেনা। ভারতের এই উদ্ধার ও ত্রাণ অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন ব্রহ্ম'। ভারতের NDRF দল মন্দালয়ের ১১টি জায়গায় কাজ শুরু করেছে এবং এখনও পর্যন্ত প্রায় ৩০টি মৃতদেহ উদ্ধার করেছে। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর তৈরি ফিল্ড হাসপাতালে চিকিৎসা চলছে অনেকের। প্রথম দুই দিনে প্রায় ২০০ রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে সেখানে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File