Rishabh-Jyoti | ৭০ বার ‘বুলস আই’! আর্চারি বিশ্বকাপে রেকর্ড ভারতের তীরন্দাজ ঋষভ ও জ্যোতির!

Wednesday, July 9 2025, 10:11 am
highlightKey Highlights

আর্চারি বিশ্বকাপে মিক্সড ইভেন্টে দুই ভারতীয় তিরন্দাজ মোট ৭০ বার ‘বুলস আই’ ভেদ করে সংগ্রহ করলেন ১৪৩১ পয়েন্ট।


আর্চারি বিশ্বকাপে রেকর্ড ভারতের গড়লেন ঋষভ যাদব এবং জ্যোতি সুরেখা ভেন্নাম। মাদ্রিদে আয়োজিত আর্চারি বিশ্বকাপে মিক্সড ইভেন্টে দুই ভারতীয় তিরন্দাজ মোট ৭০ বার ‘বুলস আই’ ভেদ করে সংগ্রহ করলেন ১৪৩১ পয়েন্ট। যা একটি বিশ্বরেকর্ড। ৭২ বারের মধ্যে ৬৮ বার ১০ পয়েন্ট স্কোর করেন ঋষভ। এরমধ্যে ৩৫ বার ভেদ করেন বুলস আই। অন্যদিকে, মহিলাদের কম্পাউন্ড ইভেন্টে যোগ্যতা অর্জন কাউন্ডে ৭১৫ পয়েন্ট স্কোর করেছেন জ্যোতি। তিনিও ৭২ বারের মধ্যে ৬৮ বার ১০ পয়েন্ট পেয়েছেন। ‘বুলস আই’ ভেদ করেছেন ৩৫ বার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File