দেশ

নাগাল্যান্ড-মণিপুর সীমানায় দাবানল নেভাতে বিশেষ বাম্বি বাকেট লাগানো হেলিকপ্টার পাঠানো হয়েছে পাহাড়ে।

নাগাল্যান্ড-মণিপুর সীমানায় দাবানল নেভাতে বিশেষ বাম্বি বাকেট লাগানো হেলিকপ্টার পাঠানো হয়েছে পাহাড়ে।
Key Highlights

নাগাল্যান্ড-মণিপুর সীমানায় জুকো পাহাড়ের দাবানল নেভাতে শেষ পর্যন্ত কাজে লাগানো হল বায়ুসেনার হেলিকপ্টারকে। জনপ্রিয় ট্রেকিং রুট ও পর্যটনস্থল জুকো উপত্যকা লাগোয়া জুকো পাহাড়ে ট্রেকিং রুটের কাছেই মঙ্গলবার আগুন জ্বলতে দেখা যায়। আগুন ক্রমশ ছড়াচ্ছে। নাগাল্যান্ড সরকার বায়ুসেনার সাহায্য চাইলে আজ একটি এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারকে কাজে লাগানো হয়। বায়ুসেনার মুখপাত্র উইং কমান্ডার রত্নাকর সিংহ জানান, আগুন নেভানোর জন্য বিশেষ বাম্বি বাকেট লাগানো হেলিকপ্টার জুকো পাহাড়ে পাঠানো হয়েছে।