Indian Air Force | F35 বা SU57 নয়, বায়ুসেনার শক্তি বাড়াতে রাফালের ভারতের!

বায়ুসেনার শক্তি আরও বৃদ্ধি করতে এবং ভারতীয় বিমানবাহিনী ফাইটার স্কোয়াড্রনের ঘাটতি পূরণ করতে রাফালের প্রতি আগ্রহী প্রতিরক্ষা মন্ত্রক।
ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা যে কতটা শক্তিশালী হয়ে উঠেছে তা গোটা বিশ্ব টের পেয়েছে অপারেশন সিঁদুরের সময়। তবে দেশের বায়ুসেনার শক্তি আরও বৃদ্ধি করতে এবং ভারতীয় বিমানবাহিনী ফাইটার স্কোয়াড্রনের ঘাটতি পূরণ করতে রাফালের প্রতি আগ্রহী প্রতিরক্ষা মন্ত্রক। বরাবরই চিনের সমর্থন পাকিস্তানের দিকে। এদিকে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের উপরে চাপিয়েছেন ৫০ শতাংশ বাণিজ্য শুল্ক। যার জেরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে তৈরী হয়েছে তিক্ততা। এই আবহেই ভারতের নজর রাফালের দিকে, F35 বা SU57 এর দিকে নয়।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা মন্ত্রক
- প্রতিরক্ষা বাহিনী
- প্রতিরক্ষা
- যুদ্ধবিমান