Indian Air Force | অপারেশন সিঁদুরে পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করে ভারতের বায়ু সেনা, দাবি IAF প্রধানের!
Saturday, August 9 2025, 10:57 am

অপারেশন সিঁদুরের সময় পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমান গুলি করে ধ্বংস করেছে ভারতের বায়ু সেনা।
অপারেশন সিঁদুরের সময় পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমান গুলি করে ধ্বংস করেছে ভারতের বায়ু সেনা। শনিবার বেঙ্গালুরুতে এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং বলেন, এস ৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমানগুলি গুলি করে নামানো হয়। এ ছাড়াও একটি বড় এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল বা আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফটও ধ্বংস হয়েছে। অপারেশন সিঁদুরের প্রথম রাতে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা নিয়ে স্যাটেলাইট চিত্রও দেখান বায়ুসেনা প্রধান। সেখানে দেখা যায়, শুধুমাত্র জঙ্গিঘাঁটিগুলি ধ্বংস হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- পাকিস্তান
- অপারেশন সিঁদুর
- ভারতীয় সেনা
- ভারতীয় বায়ুসেনা