World Archery Championship | আর্চারি চ্যাম্পিয়নশিপে বাজিমাত ভারতের ছেলেদের, প্রথমবার সোনা জিতলো ঋষভ-আমনরা
Sunday, September 7 2025, 3:08 pm
Key Highlightsরবিবার দক্ষিণ কোরিয়ার গুয়াঙ্গজুতে সোনা ওঠে ভারতের তিন অ্যাথলিটের গলায়। এটা আর্চারি চ্যাম্পিয়নশিপের ইভেন্টে ভারতের প্রথম সোনা।
রবিবার গুয়াঙ্গজুতে ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে সোনা জিতলো ভারত। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দলগত বিভাগে জিতলো ঋষভ যাদব, আমন সাইনি ও প্রথমেশ ফাজের গ্রুপ। আর্চারি চ্যাম্পিয়নশিপের ইভেন্টে এটা ভারতের প্রথম সোনা। এছাড়াও ঋষভ যাদব ও জ্যোতি সুরেখ ভেন্নাম মিক্সড টিম ইভেন্টে রুপো জেতে। ঋষভ যাদব মাত্র ২৩ বছর বয়সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের অভিষেক করলেন। ব্যক্তিগত বিভাগে তিনি ৭০৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে শেষ করলেন তিনি। ১১ সেপ্টেম্বর শেষ হবে আর্চারি চ্যাম্পিয়নশিপ।
- Related topics -
- খেলাধুলা
- দক্ষিণ কোরিয়া
- অন্য খেলা
- ভারত

