IND vs ENG | এভাবেও ফিরে আসা যায়, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের শেষ টেস্টে জয় ‘নতুন ভারতের’!
Monday, August 4 2025, 12:22 pm

ওভালে অবিশ্বাস্য জয় পেল 'মেন ইন ব্লু'! ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে জিতল গিলের ‘নতুন ভারত’।
ওভালে অবিশ্বাস্য জয় পেল 'মেন ইন ব্লু'! ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে জিতল গিলের ‘নতুন ভারত’। সেই সঙ্গে সিরিজও ড্র রেখে দেশে ফিরছে টিম ইন্ডিয়া। এদিন জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান। ভারতের দরকার ছিল ৪ উইকেট। পাল্লা ভারী ছিল ইংল্যান্ডের দিকে। কিন্তু ছিল লড়াকু মানসিকতাটা।সেটাকে সম্বল করেই ঐতিহাসিক জয় তুলে নিল টিম ইন্ডিয়া। ৩৬৭ রানে শেষ হলো ইংল্যান্ডের ইনিংস। হাড্ডাহাড্ডি ম্যাচে জয় পাওয়ায় ২:২ ফলে অর্থাৎ ড্র করে শেষ হলো অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফি।