Indian Hockey Team | হকিতে ব্রোঞ্জ জয় ভারতের! প্যারিস অলিম্পিকে ২-১ গোলে স্পেনকে হারাল ইন্ডিয়ান হকি টিম

Thursday, August 8 2024, 2:03 pm
Indian Hockey Team | হকিতে ব্রোঞ্জ জয় ভারতের! প্যারিস অলিম্পিকে ২-১ গোলে স্পেনকে হারাল ইন্ডিয়ান হকি টিম
highlightKey Highlights

প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জিতলো ভারতীয় হকি টিম। দেশের হয়ে চতুর্থ পদক জিতলো তারা।


প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জিতলো ভারতীয় হকি টিম। দেশের হয়ে চতুর্থ পদক জিতলো তারা। স্পেনকে ২-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ যেতে ভারত। প্রথম কোয়ার্টার গোলশূন্য হয়। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গোল খেয়ে যায় ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে অ্যাডভান্টেজ স্পেন। যদিও দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে ভারতের কামব্যাক। গোল করে ম্যাচে সমতা ফেরান হরমনপ্রীত সিং।তৃতীয় কোয়ার্টার শুরু হতেই এগিয়ে যায় ভারত। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন হরমনপ্রীতই। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File