Indian Woman's Team | ঘোষিত হলো মহিলা ওয়ানডে বিশ্বকাপের খেলোয়াড় তালিকা, দলে বাংলার উইকেটকিপার রিচা ঘোষ

Tuesday, August 19 2025, 4:05 pm
Indian Woman's Team | ঘোষিত হলো মহিলা ওয়ানডে বিশ্বকাপের খেলোয়াড় তালিকা, দলে বাংলার উইকেটকিপার রিচা ঘোষ
highlightKey Highlights

বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। দলে সুযোগ পেয়েছেন বাংলার উইকেটকিপার রিচা ঘোষ।


৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মাটিতে চলবে ঘোষিত আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আসর। বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। দলে সুযোগ পেয়েছেন বাংলার উইকেটকিপার রিচা ঘোষ। মহিলা ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), প্রতিকা রাওয়াল, হরলিন দেওল, দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেজ, রেণুকা সিং ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, রিচা ঘোষ (উইকেটকিপার), ক্রান্তি গৌড়, অমনজ্যোত কৌর, রাধা যাদব, শ্রী চরণী, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), স্নেহ রানা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File