5th Gen Fighter Jet | ফরাসি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে ফিফথ জেনারেশন যুদ্ধবিমান তৈরিতে উদ্যোগী ভারত

Saturday, August 23 2025, 4:41 am
highlightKey Highlights

ফরাসী এয়রোস্পেস সংস্থা সাফরানের সঙ্গে ভারতের এই গাঁটছড়া দেশের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণের ক্ষেত্রে দিল্লির জন্য তাবড় অধ্যায় শুরু করতে চলেছে।


প্রতিরক্ষা ক্ষেত্রে আরো এক ধাপ এগোলো ভারত। দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ফরাসী এয়রোস্পেস সংস্থা ‘সাফরান’র সঙ্গে গাঁটছড়া বেঁধে ফিফথ জেনারেশন যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করতে চলেছে ভারত। ‘ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরাম' অনুষ্ঠানে রাজনাথ সিং বলেন, “আমি সমস্ত বিদেশি কোম্পানি এবং বিনিয়োগকারীদের কাছে ভারতের প্রাণবন্ত প্রতিরক্ষা উৎপাদন বাস্তুতন্ত্রে বিনিয়োগ করার জন্য আবেদন জানাতে চাই। আমরা আপনাদের সমস্ত প্রয়োজনীয় ছাড়পত্র প্রদান করব এবং হ্যান্ডহোল্ডিং সহায়তা প্রদান করব।''




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File