Pakistan | এবার পাক-অর্থনীতিকে আক্রমণ ভারতের, গ্রে লিস্টে নাম উঠবে পাকিস্তানের!

পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত (গ্রে লিস্ট) করার দাবি নিয়ে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের কাছে যাবে ভারত, খবর রয়টার্স সূত্রে।
পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্বকে অবহিত করতে ইতিমধ্যেই ৩৩টি দেশে নিজেদের প্রতিনিধি দল পাঠিয়েছে ভারত। এবার পাকিস্তানের বিরুদ্ধে আরো কড়া ভারত। রয়টার্স সূত্রে খব, পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত (গ্রে লিস্ট) করার দাবি নিয়ে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা FATFর কাছে যেতে চলেছে ভারত। প্রসঙ্গত, সন্ত্রাসবাদিদের কারা আর্থিক সাহায্য করছে তা খতিয়ে দেখার ভার রয়েছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ওপর। FATFএর গ্রে লিস্টে সেই দেশগুলোকেই রাখা হয়, যাদের উপর কড়া নজর রাখার প্রয়োজন রয়েছে।