দেশ

Indian Air Force | বিপজ্জনক শত্রুঘাঁটিতে হামলা চালাবে ভারত! পাইলট ছাড়াই উড়বে ঘাতক UCAV!

Indian Air Force | বিপজ্জনক শত্রুঘাঁটিতে হামলা চালাবে ভারত! পাইলট ছাড়াই উড়বে ঘাতক UCAV!
Key Highlights

এই নয়া সুপারসনিক আনম্যানড কমব্যাট এরিয়াল ভেহিক্যালের (UCAV) ভিতর থাকবে ৪ টন বিস্ফোরক।

আধুনিকতার লক্ষ্যে আরও এগিয়ে গেলো ভারত। পাক জঙ্গি ঘাঁটিকে টার্গেট করতে ‘ঘাতক’কে নামাচ্ছে ভারত। এই নয়া সুপারসনিক আনম্যানড কমব্যাট এরিয়াল ভেহিক্যালের (UCAV) ভিতর থাকবে ৪ টন বিস্ফোরক। এই পাইলট ছাড়াই উড়তে পারবে, শব্দের চেয়েও দ্রুত যাবে। শত্রুর নজর এড়াতে ব্যবহৃত হচ্ছে স্টেলথ টেকনোলজি। এর মোট ওজন হবে ১৩ টন। ঘাতক UCAV DRDO বানাবে বলে পরিকল্পনা রয়েছে। মূলত যে সব জায়গায় সেনার পক্ষে যাওয়া বিপজ্জনক, যা যে সব শত্রুঘাঁটিতে ব্যাপক নজরদারি চলে, সেই সব জায়গায় হামলা চালাবে ঘাতক UCAV।