খেলাধুলা

IND vs SA 2nd Test | ৯২ বছরের দ্রুততম টেস্ট ম্যাচের রেকর্ড ভেঙে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করলো ভারত! দেখে নিন সেরা ১০ সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচ!

IND vs SA 2nd Test | ৯২ বছরের দ্রুততম টেস্ট ম্যাচের রেকর্ড ভেঙে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করলো ভারত! দেখে নিন  সেরা ১০ সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচ!
Key Highlights

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টে মাত্র ১০৭ ওভারে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করলো ভারত। মাত্রও ৬৪২টি বল খেলা হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে।

 ৯২ বছর পুরনো রেকর্ড ভাঙলো ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট (India vs South Africa Test) শেষ হয়ে গেল মাত্র দেড় দিনেই। এ দিন চা-বিরতির আগেই লক্ষ্যমাত্রার ৭৯ রান তুলে জিতে যায় ভারত। সেই ম্যাচেই দেখা গেল বিশ্বরেকর্ড। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) এর এই ম্যাচ হয়েছে মাত্র ১০৭ ওভারে। অর্থাৎ মাত্রও ৬৪২টি বল খেলা হয়েছে এই ম্যাচে। 

প্রথম টেস্টে ৩২ রান ও এক ইনিংসে জেতার পর দ্বিতীয় ইনিংসে নিজেদের ক্রিকেটে ইতিহাসের অন্যতম খারাপ পারফরম্যান্স করে দক্ষিণ আফ্রিকা। তবে ঘরের মাঠে পিচ দেখেই গলদঘর্ম অবস্থা হয়েছিল প্রোটিয়াদের। যার ফল তারা পেল। ঘরের মাঠে লজ্জাজনক হারতে হল তাদের। দ্বিতীয় টেস্টে ভারতের সামনে মাত্র ৭৯ রানের টার্গেট রাখতে পারল তারা আর সেটা সহজেই করল টিম ইন্ডিয়া। দেড় দিনে শেষ হল ম্যাচ। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট (Ind vs Sa Test) ভারত জিতল ৭ উইকেটে।প্রথম দিনেই খেলা হয়েছিল আড়াই খানা ইনিংস। দক্ষিণ আফ্রিকা ও ভারত দুই দলই তাদের প্রথম ইনিংস খেলে ফেলে প্রথম দিন। আর শেষ করে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসের অর্ধেক খেলে। দ্বিতীয় দিনে তারা খেলতে নামল সাত উইকেট হাতে নিয়ে। আর দ্বিতীয় ইনিংস তাদের চলল দ্বিতীয় দিনের লাঞ্চ পর্যন্ত। দ্বিতীয় দিনের লাঞ্চ পর্যন্ত প্রোটিয়াদের ১০ উইকেট ফেলে দিয়ে ম্যাচে অনেকটাই এগিয়ে গিয়েছিল ভারতীয় দল। উল্লেখ্য, প্রথম ম্য়াচের পর দ্বিতীয় ম্যাচেও সুবিধা পেয়েছেন পেসাররা। পার্থক্য শুধু একটাই দ্বিতীয় ম্যাচে ভারতের পেসাররা সঠিক জায়গায় বল রাখতে পেরেছেন। প্রথম ইনিংসে মহম্মদ সিরাজ ও দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরাহ দুই জনেই ৬টি করে উইকেট নিলেন। আর এখানেই ভুল করে বসল প্রোটিয়া। নিজেদের ঘরের মাঠে পিচে অসমান বাউন্সেই তাঁরা কুপোকাত হলেন।

উল্লেখ্য, এদিনের ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট (India vs South Africa Test) ম্যাচের আগে দ্রুততম ম্যাচের রেকর্ড ছিল ১৯৩২ সালে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে। সেই ম্যাচটি শেষ হয়েছিল ১০৯.২ ওভার বা ৬৫৬ বলে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়‌ বনাম ইংল্যান্ডের ম্যাচ। ১৯৩৫ সালে সেই ম্যাচটি টিকেছিল ১১২ ওভার বা ৬৭২ বল। একনজরে দেখে নিন সেরা ১০ সংক্ষিপ্ততম টেস্ট।

  • ১. ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA), কেপটাউন টেস্ট (২০২৪): ৬৪২ বল।
  • ২. অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, মেলবোর্ন টেস্ট (১৯৩২): ৬৫৬ বল।
  • ৩. ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, ব্রিজটাউন টেস্ট (১৯৩৫): ৬৭২ বল।
  • ৪. ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, লর্ডস টেস্ট (১৮৮৮): ৭৯২ বল।
  • ৫. ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, ম্যাঞ্চেস্টার টেস্ট (১৮৮৮): ৭৮৮ বল।
  • ৬. দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, কেপটাউন টেস্ট (১৮৮৯), ৭৯৬ বল।
  • ৭. ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, দ্য ওভাল টেস্ট (১৯১২), ৮১৫ বল।
  • ৮. ভারত বনাম ইংল্যান্ড, আহমেদাবাদ টেস্ট (২০২১), ৮৪২ বল।
  • ৯. অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড, ওয়েলিংটন টেস্ট (১৯৪৬), ৮৭২ বল।
  • ১০.  দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, সেঞ্চুরিয়ন টেস্ট (২০০০), ৮৮৩ বল।

প্রসঙ্গত,  সেঞ্চুরিয়ন টেস্টে হেরে গিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় কিছুটা নীচে নেমে গিয়েছিল ভারত। তবে কেপ টাউনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট (Ind vs Sa Test)  জয়ের পর আবার শীর্ষস্থান ফিরে পেল তারা। দক্ষিণ আফ্রিকা শীর্ষস্থান থেকে নেমে গেল দুয়ে। কেপ টাউনে জেতার পরে গুরুত্বপূর্ণ ১২ পয়েন্ট পেল ভারত। সেটাই তাদের শীর্ষস্থানে তুলে দিয়েছে। এই মুহূর্তে ভারতের পয়েন্ট শতাংশ ৫৪.১৬। ২টি ম্যাচ জিতেছে তারা। একটি হার এবং একটি পয়েন্ট। শাস্তি বাবদ ২ পয়েন্ট কাটা গিয়েছে। তাই তাদের পয়েন্ট ২৬। অন্য দিকে, ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে। একই পয়েন্ট শতাংশ নিয়ে তিন, চার এবং পাঁচে রয়েছে যথাক্রমে নিউ জ়িল্যান্ড, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ। পাকিস্তান ৪৫.৮৩ পয়েন্ট শতাংশ নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। ওয়েস্ট ইন্ডিজ় ১৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে রয়েছে সপ্তম স্থানে। আটে রয়েছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট শতাংশ ১৫। শ্রীলঙ্কা এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনও ম্যাচ খেলেনি।

প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের নিয়ম হল, ম্যাচ জিতলে পাওয়া যাবে ১২ পয়েন্ট। ড্র বা টাই হলে ৪ পয়েন্ট করে পাবে দু’টি দল। হারলে কোনও পয়েন্ট নেই। তবে পয়েন্ট নয় এই প্রতিযোগিতায় লিগ তালিকায় গুরুত্ব পায় মোট পয়েন্টের প্রাপ্ত শতাংশ। কোনও দল যদি চারটি ম্যাচ জেতে, তাহলে প্রতি ম্যাচে ১২ পয়েন্ট করে ৪৮ পয়েন্ট পাওয়ার কথা। যদি পুরো পয়েন্ট পায় তাহলে সেই দল পাবে ১০০ শতাংশ পয়েন্ট। একটি মাত্র ম্যাচ জিতলে ৪৮ পয়েন্টের মধ্যে ১২ পয়েন্ট পাওয়ায় সেই পয়েন্ট শতাংশের ভিত্তিতে ক্রমতালিকায় জায়গা পাবে ওই দল। ৪৮-এর মধ্যে ১২ পয়েন্ট মানে ২৫ শতাংশ পয়েন্ট।


Air India | মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, কলকাতায় জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের!
Ahmedabad Plane Crash | আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় যুক্ত হতে চায় রাষ্ট্রসংঘ, প্রস্তাব প্রত্যাখ্যান করলো ভারত!
Olympic 2036 | পুরোপুরি স্থগিত ভেন্যু নির্ধারণ প্রক্রিয়া, ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের স্বপ্নে ধাক্কা খেলো ভারত!
Kasba Law College | কলকাতার ল-কলেজের মধ্যে তরুণীকে গণধর্ষণ! অভিযুক্ত ওই কলেজেরই প্রাক্তনী ও দুই পড়ুয়া!
Election Commission | এক ধাক্কায় ৩৪৫টি রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করলো নির্বাচন কমিশন!
Axiom Mission 4 Live | পৃথিবীতে কবে ফিরবেন শুভাংশু ও Axiom মিশন ৪-র টিম? জানা গেলো তারিখ!
Ahmedabad Plane Crash Live Update | দেহ শনাক্ত ২৬০, বাকিদের দেহ কোথায় গেল? আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা