Ind vs SA | দূষণের জেরে ভেস্তে গেল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ! ধোঁয়াশায় ঢেকেছে স্টেডিয়াম

নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর্যন্ত বারবার লখনউয়ের একানা স্টেডিয়ামের পরিস্থিতি খতিয়ে দেখেন আম্পায়াররা।
বুধবার টি ২০ সিরিজের চতুর্থ ম্যাচে লখনউয়ের একানা স্টেডিয়ামে খেলতে নেমে দিশেহারা ভারত ও দক্ষিণ আফ্রিকা। দূষণের জেরে প্রবল ধোঁয়াশায় ঢেকে রইলো স্টেডিয়াম। শেষ পর্যন্ত বাতিল হল বুধবারের ম্যাচ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ড (সিপিসিবি)এর তথ্যানুযায়ী বুধবার লখনউয়ে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছুঁয়েছিল ৪০০তে। নির্ধারিত সময়ের আড়াই ঘন্টা অবধি অপেক্ষা করেও টস করানো যায়নি। খারাপ আবহাওয়ার কারণে টস করতে পারেননি সূর্যকুমার যাদব এবং এডেন মার্করাম। সিরিজের পঞ্চম ম্যাচ খেলা হবে আহমেদাবাদে।
