খেলাধুলা

Gautam Gambhir | গম্ভীরের 'গোয়ার্তুমি'তেই হারলো ভারত? ম্যাচ শেষে কী বললেন কোচ?

Gautam Gambhir | গম্ভীরের 'গোয়ার্তুমি'তেই হারলো ভারত? ম্যাচ শেষে কী বললেন কোচ?
Key Highlights

গম্ভীরের আবদারেই পিচে দু’দিন জল দেওয়া হয়নি বলে খবর। ফলে ফাটল ধরা পিচে ভারতীয় বোলারদের বল সুইং করেনি।

৬ বছর পর টেস্ট ফিরেছে ইডেনে। তবে শুরুটা সুখকর হলো না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে রবিবার ৩০ রানে হারলো ভারত। এই হারের জন্যে কোচ গম্ভীরকে দুষছে ক্রিকেটমহল। ইডেনে টেস্ট শুরুর আগে গম্ভীরের আবদারেই পিচে দু’দিন জল দেওয়া হয়নি বলে খবর। ফলে ফাটল ধরা পিচে ভারতীয় বোলারদের বল সুইং করেনি। বরং শিমন হারমারই একাই দুই ইনিংস মিলিয়ে নেন মোট আট উইকেট। যদিও হারের পর গৌতম গম্ভীর বললেন, ‘আমরা ঠিক এই ধরনের উইকেটই চেয়েছিলাম। কিন্তু ভালো না খেললে এমনটাই হবে। আমার মনে হয় ১২৪ রান তাড়া করা সম্ভব ছিল।’