IND vs ENG T20I Series Team । ঘোষণা হলো ইংল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজের ভারতীয় দল, দলে ফিরলেন মহম্মদ শামি
প্রায় ১৪ মাস পরে ভারতীয় দলে ফিরলেন মহম্মদ শামি। আগামী ২২ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে যে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত, সেই দলে বাংলার তারকা পেসারকে রাখা হয়েছে।
ঘোষণা হলো ভারত বনাম ইংল্যান্ড T20 সিরিজের ভারতীয় দল। এবারের দলে থাকছেন: সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশকুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহঅধিনায়ক), হর্ষিত রানা, আর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর এবং ধ্রুব জুরেল (উইকেটকিপার)। প্রায় ১৪ মাস পরে ভারতীয় দলে ফিরলেন বাংলার পেসার মহম্মদ শামি। ইতিমধ্যে সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হাজারে ট্রফিতে নিজেকে প্রমান করেছেন তিনি।