করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ভারত-ইংল্যান্ডের টি২০ ম্যাচ হবে দর্শকশূন্য নরেন্দ্র মোদী স্টেডিয়ামে

Tuesday, March 16 2021, 7:16 am
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ভারত-ইংল্যান্ডের  টি২০ ম্যাচ হবে দর্শকশূন্য নরেন্দ্র মোদী স্টেডিয়ামে
highlightKey Highlights

ফের করোনার দাপট বেড়ে চলেছে। করোনার মারণ প্রকোপ থেকে রক্ষা করতে বিসিসিআইয়ের পরামর্শে শুধু মঙ্গলবার নয়, বৃহস্পতিবার এবং শনিবারও দর্শক শূন্য স্টেডিয়ামে টি-২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। গুজরাটের আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম-এ এই ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে যাঁরা টিকিট কেটেছিলেন, তাঁদের মূল্য ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ধনরাজ নাথওয়ানি এই বিষয়টি একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File