দেশ

Uniform Launching Pad | লক্ষ্য অসাধ্য সাধন! বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্রে ইউনিফর্ম লঞ্চিং প্যাড ইনস্টল করার কাজ শুরু করলো ভারত!

Uniform Launching Pad | লক্ষ্য অসাধ্য সাধন! বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্রে ইউনিফর্ম লঞ্চিং প্যাড ইনস্টল করার কাজ শুরু করলো ভারত!
Key Highlights

বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্রে ইউনিফর্ম লঞ্চিং প্যাড ইনস্টল করার কাজ শুরু করলো ভারত।

বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্রে ইউনিফর্ম লঞ্চিং প্যাড ইনস্টল করার কাজ শুরু করলো ভারত। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, গত দুই থেকে আড়াই বছর ধরে সিচায়েনে ইউনিফর্ম লঞ্চিং প্যাড তৈরির প্রস্তুতি চলছে। সব ঠিকঠাক চললে আগামী চার থেকে পাঁচ বছরে সেই কাজ শেষ হতে পারে। এই প্যাডটি মাটি থেকে ২০ হাজার ফুট উপরে,২৭০ বর্গমাইল এলাকা জুড়ে তৈরী হচ্ছে। প্রতিরক্ষা বিজ্ঞানীরা বলছেন, টার্গেটটা কার্যত প্রথমবার পরমাণু বোমা তৈরির মতোই চ্যালেঞ্জিং। কারণ সিয়াচেনের তাপমাত্রা দিনে মাইনাস ২৫ ডিগ্রি, রাতে মাইনাস ৪২ ডিগ্রি।