দেশসাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের মঞ্চে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে তুলোধোনা করলো ভারত।
আবারো আন্তর্জাতিক মঞ্চে প্রাধান্য পেল সন্ত্রাসবাদ ইস্যু। সোমবার সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে জেহাদি কার্যকলাপে মদত দেওয়ার জন্য পাকিস্তানকে তুলোধোনা করল ভারত। ২০১৭ সালে SCO-তে যোগ দেয় ভারত। ওই বছরই সদস্যপদ পায় পাকিস্তান। তারপর এই প্রথম এসসিও সম্মেলন আয়োজনের দায়িত্ব পেয়েছে নয়াদিল্লি। ভারচুয়াল বৈঠকে বক্তব্য রাখেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। তিনি বলেন, “এই মুহূর্তে আমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হল সন্ত্রাসবাদ। বিশেষ করে সীমান্ত পারের সন্ত্রাস। রাষ্ট্রীয় নীতির অঙ্গ হিসেবে সন্ত্রাসবাদকে হাতিয়ার করছে কিছু দেশ। আমরা বিশেষ করে তাদের নিয়ে উদ্বিগ্ন। অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে এই অঞ্চলের। সন্ত্রাসবাদের বিপদ শেষ হলেই একমাত্র এইসব সম্ভাবনার প্রকৃত শক্তি উপলব্ধি করা সম্ভব।”