India Russia Agreements | সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট ভারত-রাশিয়া, কী কী প্রমিস করলেন পুতিন?

Saturday, December 6 2025, 3:38 am
highlightKey Highlights

২০৩০ সাল পর্যন্ত বাণিজ্যিক রূপরেখা তৈরি করে ফেলেছে ভারত এবং রাশিয়া।


শুক্রবার যৌথ সাংবাদিক বৈঠকের আগেই নয়াদিল্লি জানিয়েছিল ২০৩০ সাল পর্যন্ত বাণিজ্যিক রূপরেখা তৈরি করে ফেলেছে ভারত এবং রাশিয়া। ১০ হাজার কোটি মার্কিন ডলার খরচে দুই দেশের জ্বালানি, বিদুৎ, পারমাণবিক ক্ষেত্রে উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে দুই দেশ। সমুদ্র পথে জুড়তে চলেছে ভারতের চেন্নাই এবং রাশিয়ার ভ্লাদিভোস্টক। অদূর ভবিষ্যতে ইসরো এবং রসকোসমস এক সঙ্গে কাজ করতে চলেছে বলে জানিয়েছেন আধিকারিকরা। যৌথ সামরিক প্রশিক্ষণের জন্য সমঝোতা পত্র স্বাক্ষর করেছে ভারত রাশিয়া। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে লড়বে দুই দেশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File