সামরিক মহড়ায় ভারতীয় সাবমেরিন বিধ্বংসী বিমানের শক্তিপ্রদর্শন আমেরিকার সঙ্গে
Friday, January 22 2021, 11:19 am

আমেরিকার সঙ্গে সামরিক সম্পর্ক আরও মজবুত করল ভারত। মার্কিন ফৌজের সঙ্গে এবার সামরিক মহড়ায় শক্তিপ্রদর্শন করছে ভারতের সাবমেরিন বিধ্বংসী বিমান পসাইডন। জানুয়ারি মাসের ১২ তারিখ থেকেই গুয়ামে শুরু হয়েছে ‘সি ড্রাগন’ মহড়া। প্রশান্ত মহাসাগরে অবস্থিত ওই মার্কিন ভূখণ্ডে বেশ কয়েকটি দেশের সেনাবাহিনীর প্রতিনিধি দল উপস্থিত রয়েছে। জানা গিয়েছে, আমেরিকা ও ভারত ছাড়াও এই মহড়ায় অংশ নিচ্ছে জাপান, কানাডা ও অস্ট্রেলিয়া। এর উদ্দেশ্য হচ্ছে সাবমেরিন যুদ্ধের কৌশল আরও ঝালিয়ে নেওয়া।
- Related topics -
- আন্তর্জাতিক প্রতিরক্ষা
- আমেরিকা
- ভারত
- পসাইডন