IND vs PAK | ‘অপারেশন সিঁদুর’-র পর প্রথমবার, ক্রিকেটের ময়দানে মুখোমুখি ভারত-পাক! প্রতিনিধিত্ব করবেন যুবি-হরভজনরা!
Tuesday, July 1 2025, 4:01 pm

এজবাস্টনে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ নামের একটি প্রীতি টুর্নামেন্টের আয়োজন করছে ইংল্যান্ড।
‘অপারেশন সিঁদুর’ এর পরে প্রথমবার ক্রিকেট মাঠে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। এজবাস্টনে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ নামের একটি প্রীতি টুর্নামেন্টের আয়োজন করছে ইংল্যান্ড। সেখানেই ভারত বনাম পাকিস্তান ম্যাচে অংশ নেবেন দুই দেশের প্রাক্তন তারকা ক্রিকেটাররা। জানা গিয়েছে,২০ জুলাই হবে এই ম্যাচ। ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যেতে পারে যুবরাজ সিং, হরভজন সিং, ইরফান পাঠান, সুরেশ রায়নাদের। অন্যদিকে পাকিস্তান দলের প্রতিনিধিত্ব করতে পারেন শাহিদ আফ্রিদি, মিসবা উল হক, শোয়েব মালিকরা।