IND vs PAK | ১০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য ১৪-১৬ লাখ! আকাশ স্পর্শ করলো ভারত-পাকিস্তান ম্যাচে সম্প্রচারে বিজ্ঞাপনের রেট!
Monday, August 18 2025, 10:13 am

ভারত পাকিস্তান ম্যাচে সম্প্রচারে বিজ্ঞাপনের রেট আকাশ স্পর্শ করল।
পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে আর খেলবে না বলে জানিয়ে দিয়েছিলো BCCI। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হয়েছে BCCI। এই আবহে ভারত পাকিস্তান ম্যাচে সম্প্রচারে বিজ্ঞাপনের রেট আকাশ স্পর্শ করল। এ বার এশিয়া কাপ সম্প্রচার করবে সোনি স্পোর্টস ইন্ডিয়া। আর রিপোর্ট বলছে, সোনি স্পোর্টস নেটওয়ার্ক টেলিভিশনের ১০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য রেট বেঁধে দিয়েছে ১৪ থেকে ১৬ লাখ টাকা। সোনি লাইভ কো প্রেজেন্টিং ও হাইলাইটস পার্টনারদের দিতে হবে ৩০ কোটি টাকা।