India-Pakistan DGMO Meeting | পিছিয়ে গেলো ভারত-পাকিস্তানের DGMO বৈঠক!দুপুরের বদলে হবে বিকেল ৫টায়!

Monday, May 12 2025, 8:52 am
highlightKey Highlights

পিছিয়ে গেলো ভারত পাকিস্তানের DGMO বৈঠক। সোমবার ১২ টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সূত্রের খবর, বিকেল ৫টা নাগাদ এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।


পিছিয়ে গেলো ভারত পাকিস্তানের DGMO বৈঠক। সোমবার ১২ টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সূত্রের খবর, বিকেল ৫টা নাগাদ এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই বৈঠকে উপস্থিত থাকবেন ভারতের ডিজিএমও রাজীব ঘাই, পাকিস্তানের তরফে থাকবেন কাসিফ আবদুল্লা। DGMO বৈঠকের আগে দীর্ঘক্ষণ প্রধানমন্ত্রী মোদির বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। আলোচনায় ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তিন বাহিনীর প্রধান এবং সেনা সর্বাধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল অনিল সিং চৌহান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File