India-Pak Conflict | ট্রাম্পের নাকগলানো নাপসন্দ, ভারত-পাক নিজেরাই কথা বলুক, বললেন বিদেশ সচিব!

Monday, May 12 2025, 2:32 pm
highlightKey Highlights

মধ্যস্থতা নয়, নিজেরা কথা বলে সমাধানের পথ বের করুক দুই দেশ। বললেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও।


গত শনিবার বিকেলে ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। ভারত এবং পাকিস্তান সরকার তা ঘোষণা করার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশাল মিডিয়ায় সেই খবর জানিয়েছিলেন। এতেই বিতর্ক দানা বাঁধে। বিদেশমন্ত্রকের তরফ থেকে সাফ জানানো হয় এই ইস্যুতে অন্য দেশের মধ্যস্থতা বরদাস্ত করবেনা ভারত। তারপরই ড্যামেজ কন্ট্রোলে নামেন মার্কিন বিদেশসচিব। বিদেশ সচিব মার্কো রুবিও জানান ভারত এবং পাকিস্তান নিজেরাই কথা বলে সমাধান বের করবে। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের প্রয়োজন নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File