আন্তর্জাতিক

Operation Sindhu | ইরানে আটকে থাকা ভারতীয় নাগরিকদের ঘরে ফেরাতে ‘অপারেশন সিন্ধু’ শুরু ভারতের

Operation Sindhu | ইরানে আটকে থাকা ভারতীয় নাগরিকদের ঘরে ফেরাতে ‘অপারেশন সিন্ধু’ শুরু ভারতের
Key Highlights

ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে ‘অপারেশন সিন্ধু’ শুরু করল ভারত। ইরান থেকে ভারতীয় নাগরিকদের বের করে আনতেই এই অভিযান নয়াদিল্লির।

ইরান ইজরায়েলের মধ্যে সংঘাত ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ইতিমধ্যেই ইরান থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় দূতাবাস। ইরানে চার হাজারেরও বেশি ভারতীয় নাগরিক রয়েছেন, যাদের প্রায় অর্ধেকই শিক্ষার্থী। শিক্ষার্থীদের দেশে ফেরাতে ‘অপারেশন সিন্ধু’ শুরু করেছে ভারত। বুধবার এক বিবৃতিতে ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, অপারেশন সিন্ধুর প্রথম দফায় ১১০ জন ভারতীয় পড়ুয়াকে নিরাপদে আর্মেনিয়ায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাঁরা দিল্লিতে ফিরবেন।