শিক্ষা প্রতিষ্ঠানে মানতেই হবে পোশাকবিধি , হিজাব বিতর্কে সাফ নির্দেশ কর্ণাটক হাই কোর্টের

Wednesday, February 23 2022, 5:11 pm
highlightKey Highlights

হিজাব সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া অবধি হিজাব-সহ কোনও ধরনের ধর্মীয় পোশাক পরা যাবে না স্কুল ও কলেজে, এমনটাই জানানো হয়েছিল। অবশেষে হিজাব মামলার শুনানি হলো


প্রসঙ্গত, কর্ণাটক সরকার গত ৫ ফেব্রুয়ারি একটি নির্দেশিকা জারি করে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করে। তার পর থেকেই সেরাজ্যে হিজাব ইস্যুতে বিক্ষোভ শুরু হয়েছে। বিশেষ করে উদুপ্পি জেলায় বিক্ষোভের জেরে স্কুল-কলেজগুলি রীতিমতো রণক্ষেত্রের রূপ ধারণ করেছিল। বিক্ষোভের জেরে বেশ কয়েকদিন স্কুল-কলেজ বন্ধও রাখতে হয় কর্ণাটক সরকারকে।

হিজাব মামলার নিষ্পত্তি করলো কর্ণাটক হাই কোর্টের

সরকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কয়েকজন মুসলিম পড়ুয়া আদালতে আবেদন করেন। বর্তমানে ওই মামলারই শুনানি চলছে কর্ণাটক হাই কোর্টে। এই বিষয়ে আদালত জানায়, যে অভ্যন্তরীণ নির্দেশ আদালত দিয়েছে তা কেবল মাত্র পড়ুয়াদের ক্ষেত্রেই প্রযোজ্য। পাশাপাশি প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন, কোনও শিক্ষা প্রতিষ্ঠান যদি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ইউনিফর্ম পরার নির্দেশিকা জারি করে, তবে তা মানতে হবে পড়ুয়াদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File