Paris Paralympic 2024 | প্যারালিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে তেরঙ্গা বহনের দায়িত্বে হরবিন্দর ও প্রীতি, ২৯টা রেকর্ড পদক জিতে ১৮তম স্থানে ভারত
Monday, September 9 2024, 8:37 am
Key Highlights
এবারের প্যারালিম্পিকে রেকর্ড গড়েছে ভারত। প্যারিস প্যারালিম্পিকে মোট ২৯টি পদক জিতেছে ভারত।
শেষ হলো প্যারিস প্যারালিম্পিক। সমাপ্তি অনুষ্ঠানে তেরঙ্গা বহনের দায়িত্বে ছিলেন দেশের হয়ে ইতিহাস তৈরি করা হরবিন্দর সিং ও প্রীতি পাল। অনুষ্ঠানের শেষ লগ্নে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দেওয়া হয় আমেরিকার হাতে। ২০২৮র প্যারালিম্পিক অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলসে। উল্লেখ্য, এবারের প্যারালিম্পিকে রেকর্ড গড়েছে ভারত। প্যারিস প্যারালিম্পিকে মোট ২৯টি পদক জিতেছে ভারত। যার মধ্যে ৭টা সোনা, ৯টা রুপো এবং ১৩টি ব্রোঞ্জ রয়েছে। এর আগে প্যারালিম্পিকে এরকম সাফল্য পায়নি দেশ। প্যারালিম্পিকের তালিকায় ভারত শেষ করেছে ১৮তম স্থানে।
- Related topics -
- খেলাধুলা
- অলিম্পিক
- প্যারিস অলিম্পিক্স-প্যারালিম্পিক্স ২০২৪
- ভারত
- দেশ