দেশ

Rafale Marine Fighter | ফ্রান্সের থেকে ২৬টি রাফাল মেরিন ফাইটার কিনতে চলেছে ভারত! চুক্তি হবে ৬৩ হাজার কোটি টাকার!

Rafale Marine Fighter | ফ্রান্সের থেকে ২৬টি রাফাল মেরিন ফাইটার কিনতে চলেছে ভারত! চুক্তি হবে ৬৩ হাজার কোটি টাকার!
Key Highlights

ফ্রান্সের থেকে ২৬টি রাফাল মেরিন ফাইটার এয়ারক্রাফ্ট কিনতে চলেছে ভারত। এই নিয়ে ছাড়পত্র দিল কেন্দ্র।

ফ্রান্সের থেকে ২৬টি রাফাল মেরিন ফাইটার এয়ারক্রাফ্ট কিনতে চলেছে ভারত। এই নিয়ে ছাড়পত্র দিল কেন্দ্র। খুব শীঘ্রই রাফাল কেনার ব্যাপারে ভারত এবং ফ্রান্স সরকারের মধ্যে চুক্তি হবে। সূত্রের খবর, ৬৩ হাজার কোটি টাকার চুক্তির মাধ্যমে ২৬টি রাফাল মেরিন ফাইটার এয়ারক্রাফ্ট পাবে ভারত। এর মধ্যে ২২টি সিঙ্গল সিটার এবং চারটি টুইন সিটার রাফাল মেরিন ফাইটার জেট কেনা হবে। মনে করা হচ্ছে, এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার অন্তত চার বছর পর রাফাল মেরিন ফাইটার জেট ভারতের হাতে আসা শুরু হবে।