Oil Purchase | US থেকে তেল ক্রয় বাড়ালো ভারত! জুন আসবে ১১.২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল!

Wednesday, April 30 2025, 8:10 am
highlightKey Highlights

ইউএস থেকে তেল ক্রয় বাড়ালো ভারত। এর ফলে জুন মাসে ইউএস থেকে ১১.২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আসবে ভারতে।


ইউএস থেকে তেল ক্রয় বাড়ালো ভারত। এর ফলে জুন মাসে ইউএস থেকে ১১.২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আসবে ভারতে। চলতি মাসে ইউএস থেকে ইন্ডিয়ান অয়েল ও ভারত পেট্রোলিয়াম কমপক্ষে ৬ মিলিয়ন ব্যারেল তেল কিনেছে, যার ডেলিভারি হবে জুনে। এ ছাড়া ভারত পেট্রোলিয়াম ইউএস থেকে আরও ১ মিলিয়ন ব্যারেল তেল কিনেছে, যা জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারতে আসবে। বাণিজ্য মন্ত্রকের তরফে মঙ্গলবার জানানো হয়েছে, ইতিমধ্যেই শিল্পক্ষেত্রভিত্তিক একাধিক আলোচনা চলছে দু’দেশের শীর্ষ আধিকারিকদের মধ্যে। যা মে মাসে আরও গতি পাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File