Bangladeshi Product | বিপাকে বাংলাদেশ, চার ধরণের পণ্য আমদানিতে বিধি নিষেধ আরোপ করল ভারত!

Tuesday, August 12 2025, 5:58 pm
highlightKey Highlights

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যুদ্ধের মধ্যে এবার বাংলাদেশি পণ্য আমদানিতে বিধি নিষেধ আরোপ করল ভারত।


মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যুদ্ধের মধ্যে এবার বাংলাদেশি পণ্য আমদানিতে বিধি নিষেধ আরোপ করল ভারত। দেশের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ডিরেক্টোরেট অফ ফরেন ট্রেড বিজ্ঞপ্তি জারি করে জানায়,এখন বাংলাদেশ থেকে পাট ও পাটজাতীয় পণ্যের কাপড়, পাটের দড়ি বা রশি, পাটজাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি এবং পাটের বস্তা বা ব্যাগ স্থলবন্দর দিয়ে আমদানি করতে পারবেন না ব্যবসায়ীরা। এই চার ধরনের পাটপণ্যের ৯৯ শতাংশ স্থল বন্দর দিয়ে রফতানি করতেন বাংলাদেশি ব্যবসায়ীরা। অবশ্য মুম্বইয়ে নভসেবা বন্দর দিয়ে সেই পণ্য আমদানি করা যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File