প্রতিরক্ষাবায়ুসেনার জন্য মোদী সরকার ফ্রান্স থেকে ২৪টি ‘সেকেন্ড হ্যান্ড’ মিরাজ যুদ্ধবিমান কিনবে
ফ্রান্স থেকে ভারতীয় বায়ুসেনার শক্তি বাড়াতে ২৪টি ‘সেকেন্ড হ্যান্ড’ মিরাজ -২০০০ যুদ্ধবিমান কিনতে চলছে নরেন্দ্র মোদীর সরকার। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে এই প্রতিটি যুদ্ধবিমানই ফরাসী বিমানবাহিনীর ব্যবহৃত। ভারতীয় বায়ুসেনার আধুনিতম যুদ্ধবিমান রাফালের মতোই ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন মিরাজ-২০০০-এর নির্মাতা সংস্থা। রাজীব গান্ধীর প্রধান মন্ত্রিত্বের সময় অর্থাৎ প্রায় সাড়ে তিন দশক আগে ভারতীয় বায়ুসেনার বিমানবহরে যোগ দিয়েছিল মিরাজ। প্রায় সাড়ে তিন দশকের পুরনো ওই যুদ্ধবিমান ২০১৯ সালে পাকিস্তানের বালাকোটে জঙ্গিশিবিরের হামলাতেও ব্যবহৃত হয়েছিল।