India-Maldives | মালদ্বীপকে ৫০ মিলিয়ন ডলারের 'ট্রেজারি বিল' রোলওভার করে সহায়তা ভারতের

Friday, September 20 2024, 9:17 am
India-Maldives | মালদ্বীপকে ৫০ মিলিয়ন ডলারের 'ট্রেজারি বিল' রোলওভার করে সহায়তা ভারতের
highlightKey Highlights

ভারত মালদ্বীপকে ৫ কোটি ডলারের টি-বিল রোলওভার করে দ্বিতীয়বারের মতো আর্থিক সহায়তা প্রদান করেছে।


ভারত মালদ্বীপকে ৫০ মিলিয়ন ডলারের 'ট্রেজারি বিল' রোলওভার করে আর্থিক সহায়তা প্রদান করেছে। বৃহস্পতিবার মালদ্বীপে ভারতীয় হাইকমিশন এই ঘোষণা করে। মে মাসে USD ৫০ মিলিয়ন ট্রেজারি বিলের প্রথম রোলওভারের পরে এটি এই বছরের দ্বিতীয় রোলওভার। মালদ্বীপের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শাহিদ ভারতের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনেকেরই মত, দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত হওয়ার পর এই সহায়তা প্রদান করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File