Crude Oil | ১০ তলা ভবনের সমান SPR-এ অপরিশোধিত তেল মজুত রেখেছে ভারত! আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর!

Tuesday, June 24 2025, 6:02 pm
Crude Oil | ১০ তলা ভবনের সমান SPR-এ অপরিশোধিত তেল মজুত রেখেছে ভারত! আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর!
highlightKey Highlights

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং জানিয়েছেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করলেও ভারতে তেলের দামে খুব একটা প্রভাব পড়বে না


এখনই কাটছে না যুদ্ধ ভয়। এদিকে হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের জোগান কমবে বলে আশঙ্কা বিশ্বজুড়ে। এই আবহে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং জানিয়েছেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করলেও ভারতে তেলের দামে খুব একটা প্রভাব পড়বে না। কারণ ভারত SPR এর মাধ্যমে অন্ধ্র প্রদেশ, কর্নাটক এবং তামিলনাড়ুতে অপরিশোধিত তেল মজুত রেখেছে। এই SPR এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, একটি ১০ তলা ভবনের সমান। বর্তমানে দেশে তিনটি SPR রয়েছে। আর সেখানে মোট ৫.৩৩ মিলিয়ন মেট্রিক টন অপরিশোধিত তেল মজুত রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File