Pinaka | আর্মেনিয়ায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরী 'পিনাকা রকেট লঞ্চার্স' সরবরাহ করতে শুরু করলো ভারত

Tuesday, November 26 2024, 5:21 am
highlightKey Highlights

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বানানো অত্যাধুনিক 'পিনাকা রকেট লঞ্চার্স' আর্মেনিয়ায় সরবরাহ করতে শুরু করলো ভারত।


সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বানানো অত্যাধুনিক 'পিনাকা রকেট লঞ্চার্স' আর্মেনিয়ায় সরবরাহ করতে শুরু করলো ভারত। সূত্রে খবর, আর্মেনিয়ায় 'পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেমসে'র প্রথম দফার রফতানি ইতিমধ্যেই সেরে ফেলেছে ভারত। প্রায় দু'বছর আগে সংশ্লিষ্ট দুই পক্ষের মধ্যে বোঝাপড়া ও সহমতের ভিত্তিতে ভারতীয় ও আর্মেনিয়ান ফার্মের মধ্যে পিনাকা সমরাস্ত্রগুলির বেচাকেনা নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। আর্মেনিয়া ছাড়াও, ফ্রান্স ও আমেরিকা ভারতের কাছ থেকে যথেষ্ট পরিমাণে অস্ত্র সরঞ্জাম হয় কিনছে অথবা কিনতে চলেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File